র্যাব ফোর্সেস এর ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক উইং এর কার্যক্রম তদন্ত শাখা ও ফরেনসিক ল্যাব নিয়ে পরিচালিত হয়।
তদন্ত শাখাঃ
এই উইং এর সাংগঠনিক কাঠামোয় সার্বিক কর্মকান্ড পরিচালকের নেতৃত্বে একজন সিনিয়র সহকারী পরিচালকের তত্ত্বাবধানে তদন্ত শাখা সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা কর্তৃক স্পর্শকাতর ও জনগুরুত্ব সম্পন্ন মামলা তদন্ত ও তদারকী ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক উইং কে আরো গতিশীল করেছে। র্যাব কর্তৃক এ পর্যন্ত ১৬৫৭টি মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং সাজার হার ৫২%। র্যাব কর্তৃক দায়েরকৃত মামলার যাবতীয় তথ্যাদি ডিজিটালি সংরক্ষণের জন্য ÔÔRAB Case Management Software’’ নামক ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। সফট্ওয়্যারটির মাধ্যমে র্যাবের সকল ব্যাটালিয়ন কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত ও বিচার সংক্রান্ত সকল ধরনের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
ফরেনসিক শাখাঃ
২৬ মার্চ ২০০৪ তারিখে র্যাব ফোর্সেস গঠনের পর হতে একটি আধুনিক ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। র্যাব ফোর্সেস সদর দপ্তরের ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক উইং-এ ফরেনসিক ল্যাবে স্থাপনের কার্যক্রম ২০০৭ সাল থেকে শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১১ সালে র্যাব ফোর্সেস সদর দপ্তরের ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক উইং-এর অধীন একটি ফরেনসিক সায়েন্স ল্যাব প্রতিষ্ঠিত হয় এবং মূল্যবান ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে নমুনা পরীক্ষণ কার্যক্রম শুরু হয়। রাসায়নিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ০৫ জুন ২০১১ তারিখের স্মারক নং-মল/মিস/২৩/২০১১(ফৌজঃ)-২৬১(৬৫০) প্রজ্ঞাপন অনুযায়ী ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞ মতামত আদালতে সাক্ষ্য হিসেবে গণ্য হচ্ছে। আধুনিকীকরণের অংশ হিসেবে এ পর্যন্ত এই ল্যাবে অত্যাধুনিক ICPMS, GCMS, HPLC,HD-XRF, Question Document Analyser, UV-VIS, Portable Forgery Documents Analyzer, Crime Scene Imaging System, Portable Raman Anylazer, Latent Fingerprint Capture Instrument, FTIR With ATR, Scanning Electron Microscope, FT Near-IR Spectrometer, Water Quality Analyzer, স্থাপন করা হয়েছে।