১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ ১৯.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন চৌরাস্তার বাস স্টেশন এলাকা থেকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মামলা নং-০৬ তারিখ ১১ জানুয়ারি ২০২১ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী ১। মোতাহের মিয়া (৩২), পিতা- মৃত আমির মামদ, সাং- বড়ইউরি, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ২। সাবলাল মিয়া ওরফে আব্দুল আওয়াল (৩৫), পিতা- ছকিল মামদ, সাং-বড়ইউরি, থানা-বানিয়াচং, জেলা- হবিগঞ্জ ’দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে আসামী ’দ্বয়কে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।