২৩ মার্চ ২০২১ ইং তারিখ ০২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফর রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ শাহ ফার্মেসীর সামনের ফাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৮ কেজি ৭০০ গ্রাম গাজাঁ জব্দসহ পেশাদার মাদক কারবারি ১। মোঃ জিহাদুল ইসলাম (২৫), পিতা- মৃত আব্দুল সালাম, ২। মোঃ আখলাক হোসেন (২২), পিতা- মৃত মতিউর রহমান, উভয় সাং-রাজিনপুর, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।