এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহৃিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ, যেমন চাকুরী দেওয়ার নাম করে সাধারন জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী নব্য প্রতারক চক্র। এ ধরনের প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব—৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন ১২নং হায়দার বক্স লেন এলাকায় বিপাশা কসমেটিক্স এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ভেজাল কসমেটিক্স উৎপাদন এবং বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব—৩ এর আভিযানিক দল ১৮/০১/২০২১ তারিখ ১২২০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিম্নোক্ত ভেজাল ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
১। বিপাশা কসমেটিক্স এন্টারপ্রাইজ এর মালিক মোঃ নাজিম উদ্দিন (৫০), জেলা—ঢাকা (পলাতক)।
২। ম্যানেজার মোঃ নাছের (৪৯), জেলা—ঢাকা।
৩। কারীগর মোঃ আনোয়ার শেখ (২৫), জেলা—মুন্সীগঞ্জ।
এছাড়াও ভেজাল ব্যবসায়ীদের নিকট হতে বিপুল পরিমান ভেজাল কসমেটিক্স বিপাসা ক্রিম, এলিন ক্রিম, গ্লিসারিন এবং কসমেটিক্স তৈরির বিভিন্ন ধরনের এ্যালকোহল জব্দ করা হয়।