গত ১৬/০২/২০২১ খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকায় র্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা রিয়েলষ্টেট, বসিলা রোড বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যাক্তি চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অতপর ১৬/০২/২০২১ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় উক্ত সংবাদ ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়কারী চক্রের সদস্য দৌঁড়ে পালানোর সময় ১। মোঃ আবুল হোসেন (৩৮), এবং ২। নবীন হোসেন (৩৫), কে ১০টি চোরাই মোবাইলসহ দুই জনকে গ্রেফতার করা হয় । উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী মোবাইল চোর চক্রের সক্রীয় সদস্য। বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে রাজধানীর মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় বিক্রিয় করে থাকে। ধৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মোবাইল চোর ক্রয় বিক্রয় কারীর বিরুদ্ধে অভিযান চলমান রাখবে।