১৭/০২/২০২১খ্রিঃ তারিখ ভোর রাত্রে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর শ্যামলীস্থ হলিউড রেস্টুরেন্ট লিমিটেড এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হতে প্রাপ্ত রেস্টুরেন্টের লাইসেন্সে উল্লেখিত মাদক মজুদের চেয়ে অতিরিক্ত মজুদ রাখা এবং লাইসেন্স বিহীন ও অপ্রাপ্ত বয়স্কদের নিকট মাদক বিক্রয়ের অপরাধে ৩৫২ বোতল বিদেশী মদ, ৪৪৩ ক্যান বিয়ার ও নগদ ২১০০০/- টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। আভিযানিক দলের নিকট তথ্য ছিল যে, উক্ত রেস্টুরেন্টে কর্তৃপক্ষ অবৈধভাবে অনুনমোদিত ব্যক্তি এবং অপ্রাপ্ত বয়স্কদের নিকট বিদেশী মদ ও বিয়ার বিক্রয় করে আসার ফলে যুবসমাজের উপর ব্যাপক নীতিবাচক প্রভাব পড়ছে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা অনেক দিন ধরেই অবৈধভাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশিত নীতিমালার বাইরে মাদক মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে উক্ত রেস্টুরেন্ট এর মালিক মোঃ সাগর মিয়াসহ ০৪ জনকে আসামী করে আভিযানিক দল বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।