১৪ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ময়মনসিংহের ভালুকায় র্যাব—১ এর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন আনুমানিক সকাল ০৬.৩০ ঘটিকায় মাদক বহনকারী ট্রাককে ধাওয়া করতে গিয়ে ঘাতক ট্রাকের চাপায় আভিযানিক দলের নির্ভীক সদস্য কনস্টেবল ইদ্রিস মোল্লা (২৮), পিতাঃ ইমান মোল্লা, জেলা মানিকগঞ্জ, শাহাদাৎ বরণ করেন।
দীর্ঘ ০৯ বছরের চাকুরী জীবনে উক্ত র্যাব সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। আজ বর্ণিত মাদক বিরোধী অভিযানে এই অকুতোভয় বীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আত্মত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।