পটুয়াখালী জেলার বাউফল থানাধীন দাসপাড়া এলাকা হতে অদ্য ১২/০১/২০২১ইং তারিখ দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় ০১ (এক) জন অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। ঘটনার বিবরণে জানাযায় গত ০৮/০১/২০২১ইং তারিখে দুপুর ১২.০০ ঘটিকার সময় নাবালিকা মেয়েকে হেতালিয়া বাধঘাটে শিক্ষকের নিকট হতে প্রাইভেট পড়া শেষে বাড়ি আসার পথে তাহার ইচ্ছার বিরুদ্ধে আপহরণ করিয়া নিয়ে যায়। এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের মাতা পটুয়াখালীর সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন (পটুয়াখালীর সদর থানার জিডি নং-৪৩০ তাং- ০৯/০১/২০২১ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র্যাবের সহাযোগিতা কামনা করেন। তদ্প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ সাইদুল ইসলাম(২১), পিতা-আব্দুল মোতালেব প্যাদা, সাং-দাসপাড়া, ২নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে এর নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করে এবং নাবালিকা মেয়ে রুমি আক্তার (১৬)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের মাতা বাদী হয়ে র্যাবের সহযোগিতায় পটুয়াখালী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।