র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া আটগাছ তলা সাকিনস্থ রফিক ভবন হোল্ডিং নং-২৯০,বি/৩৫৭ নং- বাড়ীর ২য় তলায়, ২৪ নং কক্ষের সামনে কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে পুরাকীর্তি কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২১ ইং তারিখ ১৫০৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। প্রফুল্ল দাস (৬৫), পিতা-মৃত অতুল দাস, সাং- দলঘাট (বিশ^ এর বাড়ী), থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- চররাঙ্গামাটিয়া আটগাছ তলা, রফিক ভবন হোল্ডিং নং-২৯০, বি/৩৫৭ নং- বাড়ীর, ২য় তলায়, ২৪ নং- কক্ষের ভাড়াটিয়া, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর এবং ২। তুহিন দে (২২), পিতা- শংকর দে, সাং- সরোয়াতলী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ১নং আসামীর হাতে থাকা বস্তা ও ২নং আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩.২৬ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের প্লেট ও বাটি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কষ্টি পাথর অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।