র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে কুমিল্লার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ০০৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট কাঁচাবাজারস্থ বিসমিল্লাহ ভাতঘর এন্ড বিরানী হাউস এর সামনে আনোয়ারা-বাঁশখালী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি ১। মোঃ জামাল হোসেন (৩০), পিতা- বাচ্চু মিয়া, সাং- কেশারপাড়া (সেকান্দার ডাক্তারের বাড়ী), ০৩নং ওয়ার্ড, দীঘিরপাড়া ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমানে সাং- আব্দুল লতিফ হাটখোলা, জানু কলোনী, ১৮নং ওয়ার্ড, পূর্ব বাকলিয়া, থানা- বাকলিয়া, চট্টগ্রাম মহনগরী এবং ২। মোঃ নিজাম উদ্দিন (২৭), পিতা- মোঃ আফসার, সাং- মোহাম্মদনগর (আব্দুল গনি সওদাগর বাড়ী), ০১নং ওয়ার্ড, জিরি ইউপি, পো- কালারপুর, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১৮,৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় এবং উক্ত মোটরসাইকেলটি (চট্ট-মেট্রো-হ-১৪-৯৯৯৫) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।