৩০ সেপ্টে¤¦র ২০১৯ ইং তারিখ দিবাগত রাত ১২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতোয়ালী থানাধীন শামীমাবাদ আবাসিক এলাকার ৩নং রোডের আল জান্নাত জামে মসজিদের পশ্চিম পার্শে¦র পাঁকা রাস্তার উপর থেকে ১ টি বিদেশী রিভলবার, ১ টি পিস্তল ও খালি ম্যাগজিনসহ ০১ জন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ হাসান মিয়া (২৮), পিতা- মৃত হাজী ওমর আলী, সাং- মোহাম্মদপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে শামীমাবাদ ৪নং রোডের প্রবেশ মুখে প্রথম বিল্ডিং (মোহাম্মদ আলীর ২ তলা বিশিষ্ট বিল্ডিং) থানা- কোতোয়ালী এসএমপি, সিলেট।